• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

৪০তম বিসিএস : স্থগিত ভাইভা ৬ ফেব্রুয়ারি শুরু 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৭:১১ পিএম
৪০তম বিসিএস : স্থগিত ভাইভা ৬ ফেব্রুয়ারি শুরু 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। 

স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)  এ তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

পিএসসি চেয়ারম্যান বলেন, “৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

Link copied!